Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের নতুন কমিটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৫:১৮ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৫:১৮ PM

bdmorning Image Preview


আকরাম হোসাইন, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইপোনুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মো: শাহনেওয়াজ খান মিলন আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন। 

এতে সমাজবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী মো: আব্দুর রাজ্জাককে সভাপতি ও ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো: ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ইমরান আহমেদ, কামরুল হাসান জুয়েল, আহসান কবির, যুগ্ম সম্পাদক, মো: আল আমিন হোসেন, আবির মাহমুদ প্রতীক, আব্দুল হাকিম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক, আমিরুল আজাদ, উজ্জ্বল হোসেন, ফারুক হোসেন, ইমরান হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সঙ্গী করে নুতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুগ্ধ করাই আমাদের প্রধান লক্ষ ও উদ্দেশ্য। আমরা নতুন প্রজন্মকে সাথে নিয়ে এগিয়ে যাবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।  

 

Bootstrap Image Preview