Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিটেকে দীপাবলি উৎসব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৪৫ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


আবীর বসাক, বিটেক প্রতিনিধি:

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি।

বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের মুক্তমঞ্চ ছয়দফা চত্বরে মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

প্রতিবারের মতো এবারো বিটেকের সনাতন সংঘ এই উৎসবের আয়োজন করেছে। ছয় দফার পাশাপাশি চরকা, বিজয় একাত্তর এবং শিক্ষার্থীদের আবাসিক ভবনে মোমবাতি ও প্রদীপ প্রজ্বলন করা হয়। উৎসবে সনাতন শিক্ষার্থীদের পাশাপাশি মেতে ওঠেন অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও। চলে ঘণ্টাব্যাপী আতশবাজি পোড়ানো খেলা।

হিন্দুধর্ম মতে, জগতের অশুভ শক্তিকে দূর করার লক্ষ্যে এই আলোর খেলা। আয়োজকরা জানান, ক্যাম্পাসে এবারের দীপাবলিতে প্রায় ছয়শো মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়।

Bootstrap Image Preview