Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবি'তে ভর্তিচ্ছুদের সহযোগিতায় রয়েছে বিভিন্ন সংগঠন

কুবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:৫৬ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:৫৮ PM

bdmorning Image Preview


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ ও ১০ নভেম্বর। এ উপলক্ষে আগত ভর্তি পরীক্ষার্থীদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

পাশাপাশি পরীক্ষার্থীদের হয়রানি, প্রতারণা, ভর্তি পরীক্ষায় সম্ভাব্য যেকোন ধরনের অনিয়ম এবং অসংঙ্গতির তথ্য সংগ্রহের জন্য প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর সদস্যরা।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনসিসি, রোভারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছরের মত এবারও ভর্তিচ্ছুদের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসেবা, আসনবিন্যাস, শৃঙ্খলা অনয়ন এবং যানজট নিরসনসহ বিভিন্ন সেবায় নিয়োজিত থাকবে বিএনসিসি ও রোভারের শতাধিক সদস্য।

ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসেবা, আবাসন ব্যবস্থা নিশ্চিতসহ বিভিন্ন সহযোগিতা নিয়ে সরব রয়েছে শাখা ছাত্রলীগ

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক এবং বিভাগীয় সংগঠনগুলো। পরীক্ষার্থীদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছে এসব সংগঠনগুলো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চল ভিত্তিক সংগঠনের মধ্যে রয়েছে নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ, কিশোরগঞ্জ স্টুডেন্টস ফোরাম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরাম, চৌদ্দগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ, ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী ছাত্রকল্যাণ পরিষদ, টাঙ্গাইল স্টুডেন্টস ফোরাম, বৃহত্তর ফরিদপুর ছাত্র পরিষদ, ফেনী স্টুডেন্টস ফোরাম, হবিগঞ্জের বন্ধন, রাজবাড়ী স্টুডেন্টস ফোরাম, কক্সবাজার ছাত্রকল্যাণ পরিষদ, উত্তরবঙ্গ ছাত্র পরিষদসহ আরও বিভিন্ন বিভাগীয় ও অঞ্চল ভিত্তিক সংগঠন।

কার্যক্রমের অংশ হিসেবে রয়েছে, এসব সংগঠনের প্রতিটি সদস্যের নিজ উদ্যোগে দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইভেন্ট ও গ্রুপ খুলে বিভিন্ন তথ্য প্রদান। পাশাপাশি পরীক্ষার দিন বিভিন্ন সহযোগিতা প্রকল্পে পরীক্ষাকেন্দ্রের সামনে একাধিক বুথ, ব্যানার, পোস্টারিং ও লিফলেটের ব্যবস্থাও থাকছে সংগঠনগুলোর আয়োজনে।

এছাড়া শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় এবং খাবার মূল্য নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয়ে স্বক্রিয় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীসহ কুমিল্লা জেলা প্রশাসন।

উল্লেখ্য, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি' ইউনিটের পরীক্ষা শুক্রবার (৯ নভেম্বর) বিকেল ৩টা,  'সি' ইউনিটের পরীক্ষা শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টা এবং একই দিন বিকেল ৩টা থেকে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্র্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬১ জন শিক্ষার্থী। 


 

Bootstrap Image Preview