Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সফল হতে চর্চার বিকল্প নেই: বেরোবি উপাচার্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview


বেরোবি প্রতিনিধি:

'সফল হতে চর্চার বিকল্প নেই' বলে মন্তব্য করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস আয়োজিত বেরোবি’র নারী শিক্ষার্থীদের তৃতীয় ব্যাচের দুই দিনব্যাপী ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালার সমাপনী দিনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এ সকল কর্মশালা থেকে অর্জিত জ্ঞান বেশী বেশী চর্চা করার এবং প্রয়োগ করার মধ্যদিয়েই সফলতা অর্জন সম্ভবপর হবে।

এ সময় ধারাবাহিকভাবে চলা এসকল কর্মশালা আয়োজন করার জন্য আয়োজক প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন তিনি।

ব্র্যাক লার্নিং সেন্টার রংপুরে দুই দিনের এই কর্মশালা পরিচালনা করেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ, গবেষণা সহযোগী জিয়া উদ্দিন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাকিব আলম। এতে অংশ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে বাছাইকৃত নারী শিক্ষার্থীবৃন্দ।

Bootstrap Image Preview