Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে সমমনা সংঘের প্রাথমিক শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


মীরসরাই উপজেলার সেবামূলক সংগঠন 'সমমনা সংঘ' সমমনা প্রাথমিক শিক্ষা উন্নয়ন ডাঃ আহাম্মদ ছোবহান স্মৃতি বৃত্তি পরীক্ষা আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় ও পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এই ২টি ভেন্যুতে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই শিক্ষা উন্নয়ন বৃত্তি পরীক্ষা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শিক্ষা উন্নয়ন বৃত্তি পরীক্ষায় সমমনা সংঘের ব্যবস্থাপনায় বুধবার (৭ নভেম্বর) এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা উন্নয়ন বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন, মীরসরাই উপজেলা (প্যানেল-২) চেয়াম্যান ইয়াছমিন আক্তার কাকলী, সংগঠনে সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান শাহ আলম, সংগঠনের আহ্বায়ক মাঈন উদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, সদস্য সচিব গোল মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান স্বপন, সহ পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব সাইফুদ্দিন মীর শাহীন।

এসময় সংগঠনে সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম ইরান, নাসির উদ্দিন, মাহফুজুল হক, সরোয়ার হোসেন, নুরুল মোস্তাফা, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন টুটুল, সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক নুর উদ্দিন, সাবেক সদস্য ইকবাল হোসেন ও সাইফ উদ্দিনসহ প্রমুখ। 


 

Bootstrap Image Preview