Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬২ মাওবাদীর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


৬২ জন ‘কট্টর নাকশালপন্থী’ সদস্য বা মাওবাদী আত্মসমর্পণ করেছে। ভারতের ছত্তিশগড় রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের মুখে তারা আত্নসমর্পণ করে।

গতকাল মঙ্গলবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় অস্ত্রশস্ত্রসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করে মাওবাদীরা। এদিকে এ ঘটনাকে ‘বিশাল আর্জন’ বলে অবিহিত করেছন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বস্তার পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা পিটিআইকে জানান, নারায়ণপুরের পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লার উপস্থিতিতে ৬৬ জন মাওবাদী তাদের ৫১টি দেশীয় অস্ত্র তুলে দেয়।

পুলিশ জানায়, আত্মসমর্পণকারী মাওবাদীরা সিপিআই (মাওবাদী)-র কুতুল আঞ্চলিক কমিটির সদস্য ছিল। নারায়ণপুরের অবুঝমাড়ই মাওবাদীদের বেসক্যাম্প বলে পরিচিত।
অন্যদিকে এই খবর পাওয়ার পরেই এক টুইটে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মাওবাদীদের এই আত্মসমর্পণকে স্বাগত জানান। তিনি বলেন, ‘তাদের দেখে অন্য মাওবাদীরাও আত্মসমর্পণের ব্যাপারে উৎসাহী হয়ে উঠবে।’

এদিকে বিধানসভা ভোটের আগে মাওবাদীদের আত্মসমর্পণ রাজ্য সরকারকে যারপরনাই স্বস্তি দিয়েছে। আগামী ১২ নভেম্বর রাজ্যে প্রথম দফায় ১৮টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমদফার বেশিরভাগ আসন পড়েছে মাওবাদী অধ্যুষিত বস্তার এলাকায়। যেখানে ভোট বয়কটের ডাক দিয়ে রেখেছে তারা। মাওবাদীরা ভোট বানচাল করতে পারে এমন আশঙ্কা ঘিরে রেখেছিল পুলিশ প্রশাসনকে। সেই জায়গা থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজ্য পুলিশের।

Bootstrap Image Preview