Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৮:০৮ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৮:০৮ PM

bdmorning Image Preview


বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) বিকালে বান্দরবান সদর উপজেলা হল পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় ২৫০ জন ভুট্টা চাষী ও ৮০ জন বোরো ধান চাষীর মাঝে ২ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার ও ১০ জন চাষীর মাঝে ৫ কেজি উপসি বীজ ধানের বীজ, ২ জন চাষীর মাঝে ২০ গ্রাম বিটি বেগুন বিতরন করা হয়।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকার দেশের মানুষের দারিদ্রতা বিমোচনে কাজ করে যাচ্ছে যার প্রমাণ কৃষকরা। কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে বান্দরবানের মত পাহাড়ী অঞ্চলের মানুষের দারিদ্রতা দূরীকরণ করতে দিন-রাত চেষ্টা করছে। আর এসব বীজ ও সার পৌঁছে দিতে সহায়তা করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

Bootstrap Image Preview