Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবি'র শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের প্রতিবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৮:০৭ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৮:০৭ PM

bdmorning Image Preview


জাবি প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জেরে গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপটের প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও গণবিশ্ববিদ্যালয়ের ব্যানারে নতুন কলা ভবনের ১০৩নং কক্ষে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ, জাবির সমন্বয়ক সহযোগি অধ্যাপক রায়হান রাইন। 
এসময় তিনি বলেন, গত ২৬ অক্টোবর গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হামলা চালিয়ে কটন টেক্সটাইল ক্র্যাফট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। এসময় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। হামলার সময় সম্মেলন কক্ষের মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম, ফ্রিজ, সিসি ক্যামেরা, কম্পিউটার, ওষুধ, এসিসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ভাঙচুর ও লুটপাট করে। এসময় আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে জানানো হলেও তারা কোন কার্যকর ভূমিকা পালন করেনি।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা পাঁচদফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো- গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি, প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহন, হামলার ক্ষতিপূরণ, চিকিৎসার ব্যবস্থা, হামলার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা প্রদান।

এ সময় হামলায় আহত গণবিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমা ফারিহা মাহী কান্নাজড়িত কন্ঠে হামলার বিবরণ দেন এবং বিচার দাবি করেন। আরেক শিক্ষার্থী আখি আক্তার তাঁর লিখিত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।  

এছাড়াও এ দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক শামীমা সুলতানা, আনিছা পারভীন, গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ। 
 

Bootstrap Image Preview