Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাভাবিপ্রবি শিক্ষার্থী মানস কান্তির 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' অর্জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:৩০ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:৩০ PM

bdmorning Image Preview


মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৬-০৭ সেশনের শিক্ষার্থী মানস কান্তি সাহা প্রতিষ্ঠিত সোশ্যাল ওয়েলফেয়ার ইন্সটিটিউট 'প্রতিবন্ধির ক্ষমতায়ন ও গবেষণা' ক্যাটাগরিতে ২য় স্থানে দেশের তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ স্বীকৃতি 'জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড' লাভ করেছেন।

গত রবিবার (২৮ অক্টোবর) শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

মানস কান্তি সাহা ২০১৭ সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ শহরের ৮ নং বাউন্ডারি রোডে এ সোশ্যাল ওয়েলফেয়ার ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। তার সহকারী উদ্যোক্তা ছিলেন তার স্ত্রী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী উর্মি সাহা এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী নাহিদ হাসান।

সমাজকল্যাণ মন্ত্রনালয়ে নিবন্ধিত তার এ প্রতিষ্ঠানটিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন শিফটে ৭৮ জন অটিস্টিক বাচ্চাকে চিকিৎসা ও শিক্ষা সেবা প্রদান করা হচ্ছে। ২০০৭ সনে মানস মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন।

অনার্সের পর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি থেকে মাস্টার্স শেষ করে পিএইচডিতে গবেষণারত আছেন। পিএইচডি গবেষণার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে তার প্রতিষ্ঠিত সোশ্যাল ওয়েলফেয়ার ইন্সটিটিউটের অধীনে নিউরো ডেভেলপমেন্টাল ফর ডিজঅ্যাবিলিটিজ, ভার্চুয়াল অটিজম, অটিজম জেনেটিক্স, বিশেষ শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং আরবান এগ্রিকালচার নিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন।

Bootstrap Image Preview