Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় জেল থেকে ছাড়া পেয়ে গীতা নিয়ে দেশে ফিরলো পাকিস্তানি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতীয় সেনানিবাসে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ বছর কারাভোগের পর ভগবৎ গীতা নিয়ে দেশে ফিরেছেন এক পাকিস্তানি নাগরিক। তার নাম জালালুদ্দিন। রবিবার ভারতের বারানসি সেন্ট্রাল জেল থেকে মুক্তি পাওয়ার পর তাকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এনডিটিভি।

বারানসি জেলের সিনিয়র সুপারিন্টেনডেন্ট ‍আম্ব্রিশ গৌড় জানান, ২০০১ সালে বারানসির সেনানিবাস এলাকা থেকে জালালুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে সেনানিবাসের মানচিত্রসহ বিভিন্ন দলিলাদি পাওয়া যায়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৬ বছর জেল দেন আদালত।

গৌড় বলেন, ‘পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে তাকে আমরা স্থানীয় ‍কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি। জেল থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে আমাদের কাছ থেকে একটি ভগবৎ গীতা চেয়ে নেন তিনি।’

‘যখন আটক করা হয় তখন জালালুদ্দিন মাত্র হাইস্কুল পাশ করেছে। জেলে থেকে ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন। ইলেট্রিসিটির ওপর একটি ব্যবহারিক কোর্সও শেষ করেছেন। জেলের ক্রিকেট লীগে ৩ বছর আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন তিনি’, গৌড় যোগ করেন।

পুলিশের একটি বিশেষ টিম জালালুদ্দিনকে অম্রিতসর নিয়ে যায়। সেখান থেকে ওয়াগাহ-আত্রাই সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়। জালালুদ্দিনের বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশে।

Bootstrap Image Preview