Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবি'তে ব্রাহ্মনবাড়িয়া এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০১:১৫ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০১:১৫ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস এসোসিয়েশন অব সাস্ট' এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ব্রাক্ষণবাড়িয়া থেকে আগত নবীন শিক্ষার্থীদের নবীনবরণের পাশাপাশি গুণীজন সংবর্ধনাও দেওয়া হয়। 

রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারা বেগম এর সভাপতিত্বে ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এসময় সম্মানিত অতিথি হিসেবে সিলেট মহানগরী আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, প্রধান আলোচক হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহা পরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষাসহ সকল ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। দেশের শিক্ষার হার প্রায় ৭২% এ উন্নিত হয়েছে। যা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে।

সম্মানিত অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান বলেন, আমাদের নতুন প্রজন্মকে ঢেলে সাজাতে হবে। দেশের জন্য কাজ করতে হলে দেশের জন্য অবশ্যই সময় দিতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি আপনারা এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে দেশের জন্য কাজ করবেন। আপনারাই পারবেন মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশকে এগিয়ে নিতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, শাবি প্রক্টর অধ্যাপক জহির উদ্দীন আহমদ ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. দীপেন দেবনাথ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত অতিথিবৃন্দ, সিলেট থেকে আগত অতিথিবৃন্দসহ ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত শাবিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview