Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন ফেরদৌস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৩ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


স্পোর্টস নিয়ে আমাদের দেশে খুব বেশি সিনেমা বানানো হয়নি। এর আগে একমাত্র ফুটবল কেন্দ্রিক 'জাগো' নামের একটি ছবি দেখা গেছে। এবার নারী ক্রিকেটার জাহানারা-শুকতারাদের জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর এই ছবিতে নারী ক্রিকেট দলের কোচ হিসেবে হাজির হবেন চিত্রনায়ক ফেরদৌস।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট টিম নিয়ে একটি সিনেমা করার। অবশ্য এর পেছনে কয়েকটা কারণও আছে। প্রথমত, আমি ক্রিকেটার চরিত্রে চাইলেই এখন সিনেমা করতে পারবো না। কারণ আমার ওই বয়স আর নেই। আর সেটি করতে গেলে আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এই মেয়েদের জীবন সংগ্রামের গল্প আমি খুব কাছ থেকে শুনেছি। বিটিভিসহ বেশ কয়েকটি চ্যানেলে অনেকবার তাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে। আমি যে গল্পগুলো শুনেছি তা আমাকে ছুঁয়ে গেছে। ওরা একেকজন ফাইটার। এতো যুদ্ধের পরও তারা বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে ঠিকই জিতিয়ে নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় ওদের জন্য ডেডিকেশন দিয়ে হলেও একটি সিনেমা আমাদের বানানো উচিত।’

এই এগারোটা মেয়ের ক্রিকেট জীবন নিয়ে একটা স্টোরি এবং তাদের কোচ হিসেবে যদি আমি কাজ করতে পারি তবে সেটি নিজের জন্য হতে পারে দারুণ কিছু, এমনটাই জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে থাকা বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের জন্য শুভকামনা জানান চিত্রনায়ক ফেরদৌস।

Bootstrap Image Preview