Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সব রেকর্ড ছাড়িয়ে গেছে চীনের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:১৯ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:১৯ PM

bdmorning Image Preview


সেপ্টেম্বর মাস থেকে চীন ও আমেরিকার মধ্যে পণ্য ও সেবাখাতে ঘাটতির পরিমাণ চার হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্ষণশীল বাণিজ্যনীতি গ্রহণের পরও চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসন চীনের কয়েকশ পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে। এতে চীনের হাজার হাজার কোটি ডলারের পণ্য আমেরিকার বাড়তি শুল্কের আওতায় আসে। ট্রাম্প প্রশাসনের এ নীতির কারণে আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয় এবং চীনও পাল্টা ব্যবস্থা নেয়।

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দাবি করে আসছিলেন যে, রফতানিশক্তি হিসেবে চীনের উত্থানের কারণে মার্কিন শ্রমিকরা ও খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে মজার ব্যাপার হচ্ছে যে, ট্রাম্প প্রশাসন শুধু চীনা পণ্যের ওপর বাড়তি শূল্ক আরোপ করেনি বরং ইউরোপের বেশকিছু দেশ, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি চীন মার্কিন পণ্যের ওপর ৬০ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রও চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ২০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের সূত্রপাত ঘটে।

Bootstrap Image Preview