Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুশ আকাশে চক্কর কাটছে ত্রুটিপূর্ণ বিমান, ঝুঁকিতে ১৭৩ যাত্রী 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


১৭৩ জন যাত্রী নিয়ে রাশিয়ার আকাশে চক্কর কাটছে বোয়িং-৭৩৭ বিমান। উড়োজাহাজটির ককপিটের 'উইন্ডশিল্ড'-এ চিড় ধরেছে বলে জানা গেছে।  

এটি সাইবেরিয়ায় জরুরী অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সর্বশেষে প্রাপ্ত তথ্যে জানা গেছে। 

সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম তাস। 

জানা গেছে, নর্ডস্টার ফ্লাইটের একটি উড়োজাহাজ রাশিয়ার নভোসিভিরিস্ক শহর থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় সানিয়া শহরে যাচ্ছিল। একটা পর্যায়ে ক্ররা লক্ষ্য করেন ককপিটের 'উইন্ডশিল্ড'-এ চিড় ধরেছে। এ সময় সাইবেরিয়ার ক্রাসনয়াস্ক এয়ারপোর্টে জরুরী অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই এয়ারপোর্টে অবতরণ করতে উড়োজাহাজটি এখনো চক্কর কাটছে। এদিকে, এয়ারপোর্টে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স জড়ো করা হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। 

Bootstrap Image Preview