Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরু রক্ষার উত্তরপ্রদেশ সরকারের অভিনব পদক্ষেপ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১২:১৮ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


সড়ক দুর্ঘটনার হাত থেকে গরু রক্ষায় নতুন পদক্ষেপ নিল ভারতের উত্তরপ্রদেশ সরকার৷ গবাদি পশুর শিং ও গলায় পরানো হবে রেডিয়াম ব্যান্ড৷ ইতোমধ্যেই এ কাজ শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।

কিন্তু রেডিয়াম ব্যান্ড কেন? এই প্রশ্নের উত্তরে উত্তরপ্রদেশ পুলিশের এক আধিকারিক বলেন, রাতে গাড়ির আলোয় জ্বলজ্বল করবে এই রেডিয়াম ব্যান্ড৷ এতে গাড়ির চালক গরুকে সহজেই চিহ্নিত করতে পারবেন৷ যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

এ প্রসঙ্গে সিদ্ধার্থনগরের পুলিশ সুপার ধরমবীর সিং জানান, রাতে সড়কে চলা গরু ও অন্যান্য পশুর জন্য দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। গাড়ির ধাক্কায় মারা যাচ্ছে অনেক পশু। অহেতুক এই প্রাণহানি বন্ধ করতেই উত্তরপ্রদেশ পুলিশের এই উদ্যোগ। এরইমধ্যে গরুর শিংয়ে রেডিয়াম টেপ ও গলায় রেডিয়ামের ব্যান্ড লাগানোর কাজ শুরু করা হয়েছে।

শীত পড়ার আগেই এই কাজ শেষ করতে চাইছে প্রশাসন। কারণ শীত পড়ে গেলে কুয়াশায় ঢেকে যায় গোটা রাজ্য৷ তখন দৃশ্যমানতা কমে যায়। ফলে গাড়ি চালকদের যেমন সমস্যা হয়, তেমনই দুর্ঘটনার সংখ্যাও বাড়ে৷ সেই প্রবণতা ঠেকাতেই রেডিয়াম ব্যান্ড পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে উত্তরপ্রদেশ পুলিশের গরু বাঁচানোর সক্রিয়তা দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের দাবি দৃশ্যমানতা কমে যাওয়ায় শুধু গরুর প্রাণহানিই হতে পারে? মানুষের নয়? যোগী আদিত্যনাথ সরকারের এই গোরক্ষার নয়া উপায়কে নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Bootstrap Image Preview