Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল নেবে রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১২:০৪ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১২:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মার্কিন সরকারের নতুন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মস্কো সহযোগিতা করবে বলে জানিয়েছেন রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

তিনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মস্কো ইরান থেকে তেল নেবে।

 

আলেকজান্ডার নোভাক আরও বলেন, আমরা বিশ্বাস করি আমাদের এমন উপায় বের করা উচিত, যা ইরানসহ অন্য মিত্রদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে সাহায্য করবে।

৪ নভেম্বর থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নেমে যাবে। এ ক্ষেত্রে ইরানকে কোনো রকম সহযোগিতা করার বিষয়ে রাশিয়াকে হুশিয়ার করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

ইরান থেকে তেল নেয়ার বিষয়ে মার্কিন এ হুশিয়ারি সম্পর্কে রাশিয়ার কোনো উদ্বেগ নেই বলে জানান আলেকজান্ডার নোভাক।

তিনি বলেন, আমরা এরই মধ্যে নিষেধাজ্ঞার আওতায় আছি। জাতিসংঘের অনুমোদন ছাড়া একতরফা কোনো নিষেধাজ্ঞাকে আমরা স্বীকৃতি দিই না। আমরা মনে করি এসব পদক্ষেপ অবৈধ।

মার্কিন নিষেধাজ্ঞার আগে ২০১৪ সালে ইরান ও রাশিয়ার মধ্যে ‘পণ্যের বিনিময়ে তেল’ এ চুক্তি সই হয়েছিল। চুক্তির আওতায় পণ্য ও যন্ত্রপাতির বিনিময়ে ইরান থেকে তেল নিয়ে থাকে রাশিয়া।

নোভাক আরও বলেন, পণ্যের বিনিময়ে তেল কর্মসূচির আওতায় আমরা ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখব।

Bootstrap Image Preview