Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অগ্রিম বেতন না দেওয়ায় ছাত্রীর গলা কাটলেন শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১০:৪৭ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১০:৪৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বেতনের কিছু টাকা আগাম চেয়েছিলেন শিক্ষক। স্কুলের নিয়ম ভেঙে তা দিতে রাজি না হওয়ায় ব্লেড দিয়ে নবম শ্রেণির ছাত্রীর গলা কাটলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার বঙ্গারুপেটায় রকওয়েল হাইস্কুলের।

ভারতের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শঙ্কর নামে স্কুলের হিন্দি শিক্ষক গত কয়েকদিন ধরেই নবম শ্রেণির এক ছাত্রীর কাছে বাড়ি থেকে অগ্রিম টাকা নিয়ে আসার জন্য বলছিলেন। বাড়ি ফিরে মেয়েটি মাকে সব জানালে তার মা স্কুলে গিয়ে ওই শিক্ষককে এই বিষয়ে সতর্ক করে আসেন। ভবিষ্যতে তার মেয়েকে উত্যক্ত করতেও নিষেধ করেন তিনি।

জানা যায়, ঘটনার দিন মেয়েটি বাড়িতে একাই ছিল। সেই সময় তার বাড়িতে পৌঁছে যান শঙ্কর নামে ওই শিক্ষক। মেয়েটি দরজা খুললে ব্লেড দিয়ে তার গলা কেটে দেন তিনি। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের বাড়ির লোক ছুটে এসে শঙ্করকে ধরে ফেলে। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন।

Bootstrap Image Preview