Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকোরী মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০১৮ এর ফল প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৯:১০ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৯:১০ PM

bdmorning Image Preview


মোহাম্মদ রিদুয়ান হাফিজ, (চকরিয়া) কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র চকোরী সাংস্কৃতিক একাডেমী আয়োজিত চকোরী মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০১৮ এর ফলাফল ৩ নভেম্বর বিকাল ৪টায় ঘোষণা করা হয়েছে।

২ নভেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সর্বমোট ১৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ২য় শ্রেণিতে ৫৭ জন, ৩য় শ্রেণিতে ৪৫ জন, ৪র্থ শ্রেণিতে ৪০ জন, ৫ম শ্রেণিতে ৫০ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৩৪ জন এবং ৭ম শ্রেণিতে ৩৪ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে।

বিশেষভাবে উল্লেখ্য যে, ২ নভেম্বর বৃত্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। এবারের পরীক্ষায় চকরিয়া উপজেলার পাশাপাশি পেকুয়া ও লামা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত চকোরী মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার কেন্দ্র ছিল চকরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ।

পরীক্ষার প্রধান উপদেষ্টা অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া বলেন, আমরা স্বচ্ছ ও সুন্দরভাবে পরীক্ষা সফলভাবে শেষ করেছি এবং নিরপেক্ষভাবে খাতা মূল্যায়নের পাশাপাশি আমরা ফলাফল ঘোষণা করেছি। তিনি বলেন, বিগত পরীক্ষার তুলনায় এবারে শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। 

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জুবাইদুল হক বলেন- আমরা নিরপেক্ষভাবে পরীক্ষা নিয়েছি এবং নিরপেক্ষভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, এবারে চকরিয়া, পেকুয়া ও লামা উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে সর্বমোট ১৪৮৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, তনমধ্যে ২৬০ শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে।

কেন্দ্র সচিব এস এম এরফানুল হক বলেন- শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন তৈরি করেছি এবং যথাসময়ে ফলাফল ঘোষণা করেছি। তিনি বলেন, পরীক্ষার খাতা মূল্যায়ণে শতভাগ স্বচ্ছতা দেখানো হয়েছে।

Bootstrap Image Preview