Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিসরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:১৬ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিসরে খ্রিস্টান তীর্থযাত্রীদের তিনটি বাসে বন্দুকধারীর হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।

নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

গতকাল শুক্রবার মিনইয়া শহরের নিকটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, তীর্থযাত্রীরা মিনইয়ার একটি আশ্রম থেকে কায়রোর দক্ষিণাঞ্চলের একটি আশ্রমের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। যাত্রা পথে তাদের তিনটি বাসে হামলা চালায় জঙ্গিরা।

কপটিক অর্থডক্স গির্জার প্রকাশিত এক তালিকা অনুসারে,হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। এছাড়া ১৫ বছরের এক কিশোর ও ১২ বছরের এক কিশোরী রয়েছেন।

এক বিবৃতিতে জঙ্গিরা জানায়, তাদের ‘সতী বোনদের’ মিসরীয় কর্তৃপক্ষের কারাগারে আটক করে রাখার প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসিকে সমর্থনে শাস্তি হিসাবে খ্রিস্টানদের হত্যার শপথ গ্রহণ করেছে আইএস বাহিনী।

এদিকে সিসি শুক্রবারের হামলার পর এক টুইটে জানান, হামলাটি ‘জাতির দৃঢ় কাঠামো’ ক্ষতির জন্য করা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

Bootstrap Image Preview