Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮০ হাজার মামলার সমাধান করেছেন এই নারী গোয়েন্দা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৪৬ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


গোয়েন্দা কাহিনী নিয়ে লেখা বই আমরা কমবেশি সবাই পছন্দ করি। পৃথিবীতে গোয়েন্দা সিরিজের সিনেমারও অভাব নেই। বিক্ষাত 'শার্লক হোমস' এর কথা আমাদের সকলেরই জানা। বাঙালি সাহিত্যেও রয়েছে গোয়েন্দা গল্পের ছড়াছড়ি।

একটা মামলা সমাধান করা কত কঠিন তা গোয়েন্দারা অনেক ভালো করেই জানেন। যদি বলা হয় বাস্তবে কেউ ৮০ হাজার মামলার সমাধান করেছেন, অনেকের কাছে তা অবাস্তব কথা বলে মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন অবাস্তবই বাস্তবে পরিনত হয়েছে।

সম্প্রতি এমনই এক নারী গোয়েন্দার কথা উঠে এসেছে। কল্পনা যে মাঝেমধ্যে সত্য হয় তা সেটা আবার প্রমাণ করছেন এক নারী গোয়েন্দা। এই নারী গোয়েন্দা এ পর্যন্ত সমাধান করেছেন প্রায় ৮০ হাজার মামলা। তার নাম রজনী।

ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা রজনী। বয়স প্রায় ৫০ বছর। যিনি নিজেকে ‘দেশি শার্লক’ বলতেই বেশি পছন্দ করেন। সম্প্রতি ফেসবুকের একটি পেজে নিজের জীবনকাহিনী শেয়ার করেছেন।

রজনীর দাবি, তিনি ছোট-বড় মিলিয়ে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মামলা সমাধান করেছেন। ২২ বছর বয়সে কলেজে পড়ার সময় তিনি এক চুরির রহস্য উদঘাটন করতে গিয়ে গোয়েন্দা জীবন শুরু করেন।

Bootstrap Image Preview