Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পানির ট্যাংকারে ধাক্কা খেল বিমান, অল্পের জন্য রক্ষা পেল ১০৩ যাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০১:৫৮ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার ভোররাতে দোহার উদ্দেশে রওনা দিচ্ছিল কাতার এয়ারওয়েজের কিউআর-৫৪১ বিমানটি। ৩ টে নাগাদ উড়ানের কথা ছিল। তার ঠিক কয়েক মুহূর্ত আগে একটি জলের ট্যাঙ্কার এসে বিমানটিতে ধাক্কা মারে।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

সেইসময় বিমানে ১০৩ জন যাত্রী ছিলেন। হুমড়ি খেয়ে পড়েন তাঁরা। তবে গুরুতর চোট পাননি কেউ। সকলকে বিমান থেকে নিরাপদে নামিয়ে নিয়ে যাওয়া হয়। ট্যাঙ্কারের ধাক্কায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধাক্কায় এসব যাত্রী হুমড়ি খেয়ে পড়েন। তবে গুরুতর আঘাত পাননি কেউ। সবাইকে বিমান থেকে নিরাপদে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তবে ট্যাংকারের ধাক্কায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চালক নিয়ন্ত্রণ হারাতেই ট্যাঙ্কারটি বিমানে ধাক্কা মারে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান। তবে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ দফতর (ডিজিসিএ)।

Bootstrap Image Preview