Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০১:৩২ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০১:৩২ PM

bdmorning Image Preview


সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নিয়ে বাংলাদেশ। এদিন টাইব্রেকারে ভারতের বিপক্ষে ৪-২ গোলে জয় তুলে নেয় তারা। এর আগে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ

নেপালের আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বেলা ১১ টায় দুই দল মাঠে নামে। 

এদিন ম্যাচের শুরুতে প্রধমার্ধে গোলের দেখা পায় ভারত। ম্যাচের ১৭ মিনিটে পাত্রে হার্শ শৈলাসের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এরপর প্রথমার্ধে গোল পরিশোধে ব্যর্থ হলে ১-০ ব্যবধান নিয়ে বিরতীতে যায় দুই দল। 

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি  মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা। ৯২ মিনিটের সময় ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সের মধ্যে রাসেল আহমেদ নিয়ন্ত্রণে নেয়ার সময় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। 

তবে ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯৩ মিনিট) পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান নিহাত জামান উচ্ছ্বাস।এরপর টাইব্রেকারে দুটি স্পট-কিক ঠেকিয়ে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক মেহেদী হাসান।

দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ও নেপালের মধ্যে জয়ী দলের বিপক্ষে শনিবারের ফাইনালে খেলবে বাংলাদেশ দল।

Bootstrap Image Preview