Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় শিয়াদের মিছিলে সেনাবাহিনীর ‍গুলি, নিহত বেড়ে ৪৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নাইজেরিয়ায় আটক শিয়া নেতা ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এতে অন্তত ৪৮ জন শিয়া নিহত হয়েছেন। দেশটির রাজধানী আবুজাতে এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

দ্য ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া (আইএমএন) বুধবার জানিয়েছে, আটক নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে সরাসরি গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সংগঠনটির দাবি, শনিবার থেকে এ পর্যন্ত নিরাপত্তাবাহিনীর গুলিতে ৪৮ জন নিহত হয়েছেন। তবে নিরাপত্তাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, এ ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।

আইএমএনের মুখপাত্র ইব্রাহিম মুসা বলেন, শনি, সোম ও মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তার মতে, শনিবার ৬ জন, সোমবার ৩৫ জন এবং মঙ্গলবার ৭ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আইএমএনের ৪০০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সরকার বলেছে, বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আবুজা পুলিশ কমিশনার বালা সিরোমা জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে সহিংসতা, বিপজ্জনক অস্ত্র বহনের দায়ে অভিযোগ আনা হবে।

অবশ্য এ ঘটনা এবারই প্রথম নয়। গত কয়েক বছর ধরেই নাইজেরিয়ায় শোকার্ত মানুষের ওপর এ ধরনের বর্বরতা চলছে। সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশ মানুষ।

Bootstrap Image Preview