Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের হুমকি ইরান ভয় করে না: রুহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১১:১৫ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১১:১৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন হুমকি মোকাবলায় তার সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একইসঙ্গে তিনি বলেছেন, মার্কিন চাপের মুখে দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে তার প্রশাসন প্রয়োজনীয় সবকিছুই করবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট রুহানি বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থায় এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্র আগামী নভেম্বরের ৪ তারিখে ইরানের তেল সেক্টর নিয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে।

তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের নতুন কোনো নিষেধাজ্ঞা নিয়ে ভয় করে না। কয়েক দিন পরেই নতুন অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র।

রুহানি আমেরিকার কর্মকর্তাদের হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন, তারা প্রথমে দাবি করেছিল যে, তারা ইরানের তেল বিক্রি প্রথম দফায়ই শূণ্যের কোঠায় নামিয়ে আনবে। এখন সেই অবস্থান থেকে সরে গিয়ে তারা বলছেন, এ প্রক্রিয়া সফল করতে আরো দুই থেকে তিন মাস সময় লাগবে। তিনি বলেন, "আমরা তাদেরকে বলতে চাই যে, ইরানের তেল বিক্রি বিষয়ে আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।আপনারা তেল বিক্রি শূণ্যের কোঠায় তো নামিয়ে আনতে পারবেনই না এমনকি তেল বিক্রির মাত্রাও কমাতে সক্ষম হবেন না।

Bootstrap Image Preview