Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার গাঁজাকে বৈধতা দিচ্ছে থাইল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:০৮ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:০৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


এশিয়া দেশ থাইল্যান্ড এবার গাঁজাকে ওষুধ হিসেবে ব্যবহারের বৈধতা দিচ্ছে। এর মাধ্যমে দেশটি হাজার কোটি টাকার শিল্প গড়ে তুলবে বলে আশা করছেন তারা।

বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে অবশ্য কানাডা, অস্ট্রেলিয়া, ইসরাইলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেক অঞ্চলে গাঁজাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়। বলা হচ্ছে, এশিয়ার মধ্যে থাইল্যান্ডই প্রথম দেশ, যারা এ রকম পদক্ষেপ নিয়েছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রান্ড ভিউ রিসার্চ বলছে, ২০২৫ সালের মধ্যে এর মাধ্যমে দেশটি আনুমানিক পাঁচ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার আয় করতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ক একটি খসড়া বিল দেশটির সামরিক বাহিনীর জাতীয় আইনী অ্যাসেম্বলি’তে (এনএলএ) পাঠানো হয়েছে। এ ব্যাপারে এনএলএ-এর জনস্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জেত সিরাথরানন বলেন, আমরা বিলটি স্পিকারের কাছে পাঠিয়েছি। তিনি আরও বলেন, এটি শুধু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে। আনন্দ বিনোদনের জন্য ব্যবহার বৈধ হবে না।

তিনি বলেন, আমরা এটা করছি, কারণ এটা থাই জনগোষ্ঠীর জন্য দারুণ সুযোগ। বিশ্বের সব থেকে ভালো গাঁজা এখানেই পাওয়া যায়।

Bootstrap Image Preview