Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩৫০ কিমি পাড়ি দিয়ে বাঘের নতুন রেকর্ড !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৫৪ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এ এক নিঃসঙ্গ বাঘের ভবঘুরে যাত্রার কথা। খাল-বিল পেরিয়ে একটানা হেঁটে চলেছে সে। তাতে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ৭০ দিনে তিনশ ৫০ কিলোমিটার পথ পার করেছে বাঘটি।

এত কম সময়ে এতটা লম্বা পথ পাড়ি দেওয়ার রেকর্ড আর কোনো জন্তুর নেই। তবে এখনো যাত্রা অব্যাহত আছে তার। কোথায় গিয়ে থামে সেটাই দেখার।

নতুন আশ্রয়ের খোঁজে মহারাষ্ট্রের চন্দ্রপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে রওনা দিয়েছিল দলছুট ওই পুরুষ বাঘটি। ৩৫০ কিলোমিটার পেরিয়ে মধ্যপ্রদেশের বেতুল জেলার পালসপানি পৌঁছেছে সে।

তবে মনের মতো জায়গা এখনো মেলেনি। সে কারণে হেঁটে চলেছে বাঘটি। এই মুহূর্তে মধ্যপ্রদেশের মেলঘাট বাঘ সংরক্ষণ কেন্দ্র (এমটিআর) এবং সাতপুরা বাঘ সংরক্ষণ কেন্দ্র থেকে যথাক্রমে ৫০ ও ১০০ কিলোমিটার দূরে রয়েছে সে।

বাঘটির গতিবিধির ওপর নজর রয়েছে বন দপ্তরের। তাদের একটি দল বাঘটিকে অনুসরণ করছে। পুরো বিষয়টির দায়িত্বে রয়েছেন ডিএফও হরিশচন্দ্র বাঘমোড়ে।

তিনি বলেন, বাঘটির যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। ব্যস্ততম অমরাবতী-নাগপুর ৬ নম্বর জাতীয় সড়ক পার হতে হয়েছে তাকে। এছাড়া বিঘার পর বিঘা চাষের জমি, গ্রামের এবড়ো খেবড়ো রাস্তাও পার হতে হয়েছে। সোমবার সন্ধ্যায় বেতুল জেলায় ঢোকে সে। তবে সেখানে পৌঁছাতে তিন-তিনটি খাল সাঁতরে পার হতে হয়েছে।

বন দপ্তর বলছে, চন্দ্রপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় জন্ম এবং বেড়ে ওঠা বাঘটির। তার সঙ্গে আরও তিনটি শাবক ছিল সেখানে। হঠাৎই দলছুট হয়ে  যায় বাঘটি। ১৫-২০ অাগস্টের মধ্যে নতুন আস্তানার খোঁজে বেরিয়ে পড়ে। সেই থেকে হেঁটে চলেছে।

Bootstrap Image Preview