Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘খাসোগির মৃত্যু আমার জীবনকে শূন্য করে দিয়েছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:৫৯ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডলার খেয়ে সাংবাদিক জামাল খাসোগি হত্যার সত্য ধামাচাপা দিতে সাহায্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর এমন অভিযোগ করেছেন খাসোগির বাগদত্তা হ্যাতিস সেঙ্গিজ।

স্বার্থের জন্য এমন বিবেকহীন কাজ না করার জন্য তাকে হুশিয়ার করে দিয়েছেন তিনি। সেই সঙ্গে তার হবু স্বামীর লাশ ফিরিয়ে দিতে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে আকুতি জানান। সোমবার খাসোগির স্মরণে লন্ডনে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় আবেগঘন কণ্ঠে হ্যাতিস বলেন, ‘আমার বিশ্বাস, তার লাশের খোঁজ জানে সৌদি কর্তৃপক্ষ। তাদেরকে আমার আকুতিতে সাড়া দেয়া উচিত। এটা শুধু একজন বাগদত্তার আকুতি নয়, ইসলামী মূল্যবোধের দাবি। এটা শুধু আমার প্রশ্ন নয়, এটা লাখ লাখ মানুষের প্রশ্ন।

হ্যাতিস বলেন, তার প্রেমিকের মৃত্যু তার জীবনকে শূন্য করে দিয়েছে।’ এ সময় খাসোগির হত্যাকাণ্ড যেন কোনোভাবেই ধামাচাপা দেয়ার চেষ্টা না করা হয়, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘এই পাশবিক খুনের ব্যাপারে বিশ্বের নেতাদের ভূমিকা দেখতে চাই।’

দেশের বাইরে খাসোগিকে নিয়ে প্রথমবারের মতো কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি চাই এ ঘটনায় বিচার করা হোক। শুধু হত্যাকাণ্ডে জড়িতদেরকেই নয়, আমি চাই, এর নির্দেশদাতাদেরও বিচার করা হোক।’

হত্যাকাণ্ডে সরাসরি সৌদি যুবরাজের হাত থাকলেও ট্রাম্প সে বিষয়ে ট্রাম্পের সমালোচনা ছিল মৃদু ভর্ৎসনার মতো। খাসোগির হত্যার চেয়ে মার্কিন অর্থনীতির ওপর বেশি জোর দিয়েছেন তিনি। এ নিয়ে ট্রাম্পের প্রতি সমালোচনার তোপ দাগেন হ্যাতিস।

সৌদি আরবের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্রবিক্রি করতে পারলে পাঁচ লাখ মার্কিনির চাকরি হয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। লন্ডন সফরে সোমবার দর্শকশ্রোতাদের উদ্দেশে দেয়া বক্তৃতায় হ্যাতিস বলেন, ট্রাম্পের এ মনোভাব তাকেও হতাশ করেছে।

Bootstrap Image Preview