Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউল্যাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরাফাত ইসলাম শুভ, ক্যাম্পাস প্রতিনিধি:
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০২:৩৯ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০২:৪২ PM

bdmorning Image Preview
ছবি: প্রতিবেদক


ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় ধানমন্ডিতে অবস্থিত ইউল্যাবের নিজস্ব ক্যাম্পাস মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি বলেন, "দেশের অগ্রযাত্রায় বর্তমান তরুণ প্রজন্ম বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আগামী দিনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।" তিনি বর্তমান সরকারের সময়ে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া, দেশের সর্বত্র প্রায় ৮০ ভাগ বিদ্যুতায়ন, ইন্টারনেটের সেবার মান বাড়ানো সহ সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পাশাপাশি মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতির কথা উল্লেখ করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ড. কাজী আনিস আহমেদ স্বাগত বক্তব্য দেন এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ইউল্যাবের প্রতিষ্ঠালগ্নের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইউল্যাব কর্তৃপক্ষদের সাথে নিয়ে কেক কেটে বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এছাড়াও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য কাজী ইনাম আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এসময় অন্যান্যদের মধ্যে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, রেজিস্টার অধ্যাপক আখতার আহমেদ, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview