Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাহাজের কর্মচারীকে বিয়ে করে রাজপ্রাসাদ ছাড়লেন রাজকন্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১২:৩৯ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১২:৩৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাপানের আইন অনুযায়ী রাজপরিবারের বাইরে বিয়ে করায় রাজকীয় পরিচয় হারাতে হলো রাজকুমারী আয়াকোকে। সোমবার টোকিও শহরের সম্রাট মেইজির মাজারে জাপানের রাজকুমারী আয়াকো কেই মোরিয়া নামের একটি জাহাজ কোম্পানির একজন সাধারণ কর্মচারীকে বিয়ে করেছেন।

২৮ বছর বয়সী আয়াকো রাজপরিবারের সর্বশেষ সদস্য যিনি সাধারণ নাগরিককে বিয়ে করে রাজপরিবার ছাড়লেন। মেয়ে হয়ে রাজপরিবারের বাইরে বিয়ে করায় জাপানের আইন অনুযায়ী আয়াকোর রাজকীয় পরিচয় হারাতে হলো।

বিয়ের পর এক সংবাদ সম্মেলনে আয়াকো বলেন, মেইজি মাজারে এত মানুষ আমার বিয়েতে এসেছেন এবং আমাদের অভিনন্দন জানিয়েছেন এতে আমি খুব খুশি।

বিয়েতে রাজকুমারী একটি লাল কিমোনো কোর্ট পরেছিলেন এবং রাজকীয় স্টাইলেই তার চুল বাধা ছিল। অপরদিকে নিপ্পন ইউসেনের কর্মচারী ৩২ বছর বয়সী মোরিয়া পরেছিলেন কালো কোর্ট।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোরিয়া জানান, তিনি আয়াকোকে সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত হয়ে উঠতে সাহায্য করবেন। তিনি বলেন, আমরা এক সঙ্গে কাজ করতে চাই, হাতে হাতে একটি হাস্যোজ্জ্বল পরিবার তৈরি করতে চাই।

মোরিয়া এবং আয়াকোর মায়েরা ভালো বন্ধু ছিলেন। তাদের মাধ্যমেই এই দু’জনের পরিচয় হয়। বিয়ের পর জাপানি নিয়ম অনুযায়ী এখন রাজকুমারী আয়াকোর নাম আয়াকো মোরিয়া।

Bootstrap Image Preview