Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:৫৭ AM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:৫৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সিন্ধু নদীতে পড়ে গেলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় পাকিস্তানে রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা আব্দুল গফুর বলেছেন, বাসটি গিলগিট বালতিস্তানের ঘিবেরতি থেকে রওয়ালপিন্ডি যাচ্ছিল। তিনি জানান, কোহিস্তান জেলা দিয়ে যাওয়ার সময় বাসটি গড়িয়ে সিন্ধু নদীতে পড়ে যায়।

গফুর বলেন, ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সামান্য আহত অবস্থায় একজন নারীকেও উদ্ধার করা হয়েছে। এদিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও শিশু রয়েছে।

জরুরি প্রতিক্রিয়া টিমের প্রতিনিধিরা জানিয়েছেন, উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং সব মৃতদেহ নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা জানাচ্ছেন, নিহতদের অধিকাংশই গিলগিট-বালতিস্তানের বাসিন্দা।

পুলিশ বলছে তাদের ধারণা পার্বত্য এলাকার পিচ্ছিল রাস্তার ওপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তার স্ট্যান্ডার্ড না মানা এবং ট্র্যাফিক আইন অমান্য করার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

 

Bootstrap Image Preview