Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজাপাকসে দ্বীপে নোঙর ফেলছেন বহিষ্কৃত প্রধানমন্ত্রী ও এমপিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৫:০৩ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৫:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পার্লামেন্ট কার্যক্রম স্থগিত করে দলের সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে দৌড়ঝাঁপ শুরু করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শনিবার রাতে ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) জোটের এমপিদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি।

সেখানে ইউপিএফএ’র সব এমপি শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের প্রতি সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজাপাকসে দ্বীপে নোঙর ফেলছেন বহিষ্কৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) এমপিরাও।

এদিকে রাজাপাকসে প্রধানমন্ত্রী হওয়ায় মানবাধিকার লঙ্ঘন নিয়ে আগাম উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। খবর শ্রীলংকা গার্ডিয়ানের।

শুক্রবার রাতে আকস্মিক প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন সিরিসেনা। এদিনই রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রীর শপথ দেন প্রেসিডেন্ট। সবই তিনি করেছেন সংবিধান লঙ্ঘন করে, গায়ের জোরে।

শনিবার জরুরি আদেশে ১৬ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করেন তিনি। প্রেসিডেন্টের এ সিদ্ধান্তে শ্রীলংকার সাংবিধানিক সংকট আরও গভীর হয়ে ওঠে। বিরোধীরা একে ‘রাষ্ট্রপতির অভ্যুত্থান’ হিসেবে দেখছে।

বিরোধীদের অভিযোগ, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে এমপি কিনতে পার্লামেন্ট স্থগিত করেছেন প্রেসিডেন্ট। এই সময়ের মধ্যে বিরোধী এমপিদের দলে ভিড়াতে টাকা চালাচালি হবে বলেও অভিযোগ তাদের।

শ্রীলংকার ২২৫ আসনের পার্লামেন্টে বিক্রমাসিংহের দল ইউএনপির সংখ্যাগরিষ্ঠ ১০৬ এমপি রয়েছেন। আর ইউপিএফএ জোটের রয়েছে ৯৫ এমপির সমর্থন। অনাস্থা এড়াতে প্রয়োজন ১১৩ এমপির সমর্থন।

এক্ষেত্রে অনাস্থা ভোট ব্যর্থ করতে মাত্র ৭ এমপির সমর্থন দরকার বিক্রমাসিংহের। গত বছরও তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। কিন্তু সেবারের ভোটাভুটিতে তিনি উতরে গিয়েছিলেন।

পার্লামেন্ট স্থগিত করার পরপরই এমপিদের দলে টানতে মাঠে নেমে পড়েছে ক্ষমতাসীনরা।

শনিবারের বৈঠকে জোটের শরিক দল সিলন ওয়ার্কার্স কংগ্রেসের অরুমাগান থন্দামান, এলাম পিপলস ডেমোক্রেটিক পার্টির ডগলাস দেবানন্দ উপস্থিত ছিলেন।

আরও ছিলেন রাজাপাকসের দল থেকে আনন্দ আলুথগ্যামেজ। তিনি বলেন, ইউএনপির ২১ এমপি রাজাপাকসেকে সমর্থন দিতে প্রস্তুত। তবে পার্লামেন্টে শ্রীলংকান মুসলিম লীগের ৭ এমপি বিক্রমাসিংহেকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন।

ফলে আগামী দিনগুলোয় সংসদ সদস্যরা পাল্টাপাল্টি পক্ষ ত্যাগের খেলায় মেতে থাকবেন। বেইজিংপন্থী রাজাপাকসের সঙ্গে রোববার তার বাসভবনে সাক্ষাৎ করেছেন শ্রীলংকার চীনা রাষ্ট্রদূত চেং ঝুয়েউয়াং।

Bootstrap Image Preview