Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাউ চাষে স্বাবলম্বী মীরসরাইয়ের অনেক কৃষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৬:০৫ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৬:০৫ PM

bdmorning Image Preview


ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মীরসরাই উপজেলায় লাউ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন উপজেলার অগনিত কৃষক। স্বাস্থ্যসম্মত উপকারি সবজি লাউ চাষ করে অগনিত কৃষক এখন দারিদ্রতার অভিশাপ মুক্ত হয়ে সংসারের সকলের মুখে ফুটে উঠেছে অনাবিল হাসি।

সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এক সময়ের দরিদ্র কৃষক জয়নাল আবেদিন। তিনি লাউ চাষে সফল হওয়ার পর অনেকেই উৎসাহিত হচ্ছেন এখন লাউ চাষে। তার পরিশ্রমে নিজেকে পরিণত করেছেনে অনুকরণীয় দৃষ্টান্তে। কৃষি কর্মকর্তার পরামর্শে বর্তমানে তিনি প্রায় ৩০ একর জমিতে পরামর্শে লাউের চারা রোপন করেন। লাউচাষি জয়নালকে অনুরকরণ করছে এখন পাশ্ববর্তি এলাকার অগনিত কৃষক।

লাউ চাষে উদ্বুদ্ধ হয়ে দুর্গাপুর এলাকার কৃষক জসিম উদ্দিন ২০ শতাংশ জমিতে ২০০টি লাউ চারা রোপন করেন। মোট ক্ষেতের পেছনে ৬ হাজার টাকার মত খরচ করেন জসিম উদ্দিন। রোপনের ৩০ দিন পরে ব্যয় বাদ দিয়েও লাউ বিক্রির ১৪ হাজার টাকা ঘরে আয়ের পুঁজি জমা করেন। পরে প্রতি সপ্তাহে ১ হাজার টাকার মত ব্যয় করে লাউ বিক্রি করে আয় করেন ৭ হাজার টাকার মত।

সহজ আবাদ ও কম খরচ দেখে উৎসাহিত হয়েছেন উপজেলার অনেক কৃষক। উৎসাহিত হয়েছেন পাশের গ্রামের বাহার ও আমিন আলী নামে একই গ্রামের দু'জন কৃষক। তারা ১০ শতাংশ জমিতে ১৫০টি লাউ চারা রোপণ করেন ও রোপণ থেকে গাছে লাউ ধরা পর্যন্ত মোট ব্যয় করেন মাত্র ৩ হাজার টাকা।

লাউ ক্ষেতের পেছনে ব্যয় বাদ দিয়ে ৮ হাজার টাকা আয় করছেন বাহার ও আমিন আলী। তারা বলেন লাউ চাষে খরচ ও পরিশ্রম খুবই কম। রাসায়নিক সার, কীটনাশক, সেচ কোনটাই প্রয়োজন হয় না।

মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, চলতি বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২শ' একর জমিতে লাউ চাষ করা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০ হেক্টর। কৃষকের যে কোনো সমস্যা সমাধাণে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে। মীরসরাইয়ে লাউ চাষে জয়নালের মত অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে। ধীরে ধীরে এই উপজেলায় লাউ চাষ জনপ্রিয় হয়ে উঠছে।

প্রসঙ্গত, লাউ চারা রোপনের ২৫ দিনের মধ্যে লাউ গাছে ফুল ও লাউ ধরা শুরু হয়। তার ৩০ একর জমিতে লাউ চারা রোপণের প্রথম দিন থেকে ৩০ দিনে মোট খরচ হয়েছে মাত্র ১২ হাজার ৮শ' টাকার মত। মোটামোটি ৩০ দিনের মধ্যে প্রত্যেক লাউ গাছে কচি লাউ বিক্রির যোগ্য হয়ে উঠে।

Bootstrap Image Preview