Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইয়ুব বাচ্চুহীন ‘এল আর বি’ থেমে থাকবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:০৩ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:০৩ PM

bdmorning Image Preview


আইয়ুব বাচ্চু দীর্ঘ ২৭ বছর গিটারের সুর আর মোহনীয় সুরে মাতিয়ে রেখেছিলেন কোটি ভক্তকে । তার প্রস্থানে এখন সঙ্কটে জনপ্রিয় ব্যান্ড এল আর বি। কে ধরবে এখন জনপ্রিয় এই ব্যান্ড এর হাল? এমন প্রশ্ন এখন কোটি ভক্তের মনে।

তবে ভক্তদের মনে আশার আলো জাগিয়েছেন এই ব্যান্ড এর অন্য সদস্যরা। তারা মনে করেন এবি(আইয়ুব বাচ্চু) এবং এল আর বি দুটি সমার্থক শব্দ। এই দুইটাই বেঁচে থাকবে ভক্তদের মনে সারাটা জীবন। তবে ব্যান্ড নিয়ে বড় কোন সিদ্ধান্তে যাওয়ার আগে নিজেদের গুছিয়ে নিতে ও শোককে কাটিয়ে উঠতে কিছুটা সময় নিতে চান তারা।

এল আর বি ব্যান্ড এর অন্যতম সদস্য আব্দুল্লাহ  আল মাসুদ বলেন, ‘এখন আর আমরা ঐ মুডে নাই, সব কিছু ঠিক ঠাক হওয়ার পর ফাইনাল করবো।’

আর সব কিছু ঠিক বলতে যে তিনি শোককে কাটিয়ে উঠাকেই বুঝিয়েছেন সেটা সুস্পষ্ট ছিল। এল আর বি ব্যান্ড এর ম্যানেজার শামীম আহমেদ নিশ্চিত করেছেন, তারা ৪০ দিন পর আবার সব কিছু নতুন করে শুরু করবেন।

জীবন কারো জন্য থেমে থাকে না, এল আর বি ব্যান্ডও থেমে থাকবে না। তবে যে শূন্যতা এখানে তৈরি হয়ে গেছে তা যে কোনদিন পূরণ হবে না এটা যেমন সত্যি, তেমনি নতুন উদ্যমে শুরু হওয়া এই ব্যান্ড এর পথ চলার প্রতিটি ধাপে ধাপে আইয়ুব বাচ্চু তার উপস্থিতি জানান দিবে দরজার ও পাশে থেকে এটাও সত্য।

Bootstrap Image Preview