Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাসিনার নেতৃত্বে উন্নত দেশে উন্নীত হবে বাংলাদেশ: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা জোরালোভাবে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যে উঠে এসেছে কলকাতায় বাংলাদেশ উন্নয়ন মেলায়। আজ বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা কর্তৃক আয়োজিত ‘৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮’ কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন তাঁরই কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সকল বাধা ডিঙ্গিয়ে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন।

তিনি আরো বলেন, প্রত্যাশা করছি শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশে অচিরেই উন্নীত হবে। 

অর্থনীতি বিদেশি সুগত মারজিত প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তের কারণে শিল্প ও শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়নের কথা বলেন। 

তিনি বারবার বলছিলেন, টেলি যোগাযোগের ক্ষেত্রে উন্নতি সাধনের মাধ্যমে বাংলাদেশ আরো উন্নতি করার যথেষ্ট সুযোগ রয়েছে। সুগত বাবুর বক্তব্যে পরিষ্কার যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা বাস্তবেই এক সময়োপযোগী সিদ্ধান্ত। 

রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় তাঁর বক্তৃতায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নানাবিধ তথ্য পরিবেশন করেন। 

সুভাষ সিংহ বলেন, 'মাথাপিছু আয় বেড়ে ১৭৫২ মার্কিন ডলার, রিজার্ভ প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার, রেমিট্যান্স প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। দারিদ্র্যের হার ২৪.৩ শতাংশে নেমে এসেছে।'

তিনি আরো বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ নেতারা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে যে বিস্ময়কর উন্নয়ন হয়েছে তাতে বিশ্ববাসী অবাক।

পরিশেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী সবুজ, নূরজাহান আলীম ও কলকাতার সৈকত মিত্র।

Bootstrap Image Preview