Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশুকে ভাসাতে নদীর জলে যান মা! কিন্তু কেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


একটি সন্তানের জন্ম নেয়া থেকে বেড়ে ওঠা পর্যন্ত তার সবচেয়ে বড় ভরসা হলো বাবা-মা। যে মায়ের গর্ভে তিল তিল করে একটি সন্তানের বেড়ে ওঠা সেই মা-ই যদি সদ্য জন্ম নেয়া শিশুকে ভাসাতে যান নদীর জলে, সে কথা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নয়।

তবে এমনই অদ্ভূত ঘটনা ঘটেছে ভারতে। নবজাতক শিশুটি শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে যাচ্ছিলেন মা। সে চেষ্টা অবশ্য সফল হয়নি, স্থানীয়দের উদ্যোগে উদ্ধার হয় ফুটফুটে শিশুকন্যাটি।

সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণেই তাকে নদীর পানিতে ভাসিয়ে হত্যার পরিকল্পনা নিয়েছিল পরিবার। মা একাই যাননি, তার সঙ্গে গিয়েছিল পরিবারের অন্য সদস্যরাও। তবে গঙ্গার পারে বসবাসকারী বাসিন্দারা বিষয়টি দেখে ফেলেন এবং তারাই শিশুটিকে উদ্ধার করেন।

হত্যাকাণ্ডে অংশ নিতে আসা পরিবারের সবাইকে পুলিশে দেয়া হয়েছে, শিশুটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মা পারমিতা বলেন, ‘ওই মেয়ে নিয়ে আমরা কী করবো? তাই নদীতে ফেলে দিয়েছি।’

Bootstrap Image Preview