Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোহলির ৩৮ শতকের যে মাইলফলকে নেই অন্য কোনো ভারতীয়র নাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৮:৫৩ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৮:৫৩ AM

bdmorning Image Preview


প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা তিন ম্যাচে শতরানের দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি৷রবিরার  পুনের মাটিতে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১১৯ বল  থেকে ১০৭ রানের ইনিংস খেলেন। এটি ৩৮ তম শতক।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম তিন ওয়ান ডে’তে টানা তিনটি শতরান হাঁকিয়ে নতুন মাইলফলকে পৌঁছে গেছেন বিরাট৷ টানা তিনিটি ওয়ান ডে’তে শতরান করে ভারত অধিনায়ক এদিন থাবা বসালেন একাধিক ক্রিকেটারের নজিরে। যদিও ওয়ান ডে’তে সর্বাধিক টানা চারটি শতরানের নজির রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কিপার কুমার সঙ্গাকারার৷ তবে মুম্বাইয়ে আরও একটি শতরান হাঁকালেই সেই সঙ্গাকারাকেও ছুঁয়ে ফেলবেন বিরাট৷

এর আগে টানা তিনটি শতরান হাঁকানোর কীর্তি রয়েছে দক্ষিণ আফ্রিকার হার্লস গিবস, এ’বি ডিভিলিয়ার্স, কুন্টন ডি’ককের৷ সেই সরণীতেই এবার জুড়ে গেল বিরাটের নাম৷ সেই সঙ্গে তিন নম্বরে ব্যাটিং করে আট হাজার রান হাঁকিয়ে ফেললেন ভিকে৷ ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করা কিংবদন্তিদের মধ্যে রয়েছেন রিকি পন্টিং, কুমার সঙ্গাকারারা৷ তিন নম্বরে ব্যাটিং করে পন্টিংয়ের ঝুলিতে ১২ হাজারের বেশি রান রয়েছে৷ সঙ্গাকারার ঝুলিতে রয়েছে ৯হাজারের বেশি রান৷ জ্যাক কালিসের ঝুলিতে রয়েছে ৭হাজারের বেশি রান৷ সেই তালিকায় এবার নাম জুড়ে গেল কোহলির৷ তিন নম্বরে ব্যাটিং করে আট হাজারের বেশি রান হাঁকিয়ে ফেলেছেন ভিকে৷

চলতি সিরিজে ভারত একাধিপত্য না দেখাতে পারলেও ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই করে চলেছেন ভারত অধিনায়ক। সেই সঙ্গে বিরাটের সামনে খুলে যাচ্ছে এক সে বাড়কার এক নজিরের দরজা। সেই তালিকায় নতুন সংযোজন এদিনের দুটি রেকর্ড। এখন দেখার মুম্বাইয়ের মাটিতে শতরান হাঁকিয়ে শ্রীলঙ্কান কিংবদন্তী সাঙ্গাকারার সঙ্গে এক আসনে বসতে পারেন কিনা ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়।

Bootstrap Image Preview