Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৪ সন্ত্রাসীর ফাঁসি নিশ্চিত করলেন পাকিস্তানের সেনাপ্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৮:০০ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৮:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চরম উগ্রবাদী ১৪ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের খবর শুক্রবার নিশ্চিত করেছে। দেশে সন্ত্রাসবাদ সংক্রান্ত জঘন্য বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। সামরিক সূত্র একথা জানায়। খবর সিনহুয়ার।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন এক বিবৃতিতে জানায়, সামরিক আদালতে অপর আট আসামিকে কারাদণ্ড দেয়া হয়। আসামিরা পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার ওপর হামলা, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসসহ সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন জঘন্য কর্মকাণ্ডে জড়িত ছিল।

ওই বিবৃতিতে আরো বলা হয়, তারা ২২ ব্যক্তিকে হত্যায় জড়িত ছিল। এদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও ১৯ জন নিরাপত্তা কর্মী। তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। বিশেষ সামরিক আদালতে এসব আসামির বিচার করা হয়।সকল আসামি নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি গ্রুপের সদস্য। আদালতে বিচার চলাকালে তারা দোষ স্বীকার করেন।

Bootstrap Image Preview