Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে অপারেশন থিয়েটারে সবুজ পোশাক পরেন চিকিৎসকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৬:০৮ PM

bdmorning Image Preview


নাক-মুখ মাস্ক দিয়ে ঢকা। গলায় স্টেথোস্কোপ পড়া, মাথায় মেডিক্যাল ক্যাপ। সাদা পোশাকের উপর একটা অ্যাপ্রন। অপারেশন থিয়েটারে চিকিৎসকেরা এরকম পোশাকই ব্যবহার করেন।

তবে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন থিয়েটারের ভেতর চিকিৎসকরা সবুজ পোশাকের ব্যবহার করেন। মাথার টুপি, মাস্কের রংও সবুজ হয়। দেওয়াল, রোগীর শয্যায় ব্যবহৃত চাদর সবই সবুজ রঙের।

এখন কথা হচ্ছে, যে কোনও রঙ দিয়েই তো হতে পারে এসব পোশাক, সবুজ রঙ দিয়েই কেন? অনেকেই হয়তো ভাবতে পারেন সবুজ রঙ চোখের জন্য ভালো। হ্যা এটাও প্রধান একটি কারণ, তবে আরও কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অপারেশন থিয়েটার মানেই সারাক্ষণ রক্ত নিয়ে কাজ। একেকটি অপারেশনের সময়সীমাও কম নয়। এতক্ষণ একটানা লাল রক্ত দেখতে দেখতে চিকিৎসক-নার্সদের চোখ ধাঁধিয়ে যায়। সব জায়গাতেই লালচে দাগ দেখেন।

দৃষ্টি বিভ্রমের ফলে অপারেশন করতে অসুবিধা হয়। তখন চারপাশের সবুজ রং ও পোশাকের সবুজ তাদের চোখকে আরাম দেয়। লালচে দেখা প্রশমিত করে।

বিশেষজ্ঞদের মতে, মানুষের চোখের কোনও কোষ প্রধানত তিন প্রকার রঙের হয়। লাল, সবুজ ও নীল। এই ধরনের কোষের সংখ্যা ৬০-৭০ লক্ষ। যার মধ্যে ৪৫ শতাংশই সবুজ রঙের। তাই মানুষের চোখ সবুজ রঙে আরাম পায়। লাল কোষের সংখ্যা সবচেয়ে কম থাকায় একটানা লাল রং সমস্যা তৈরি করে।

Bootstrap Image Preview