Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও হারল অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারছে না অস্ট্রেলিয়া। টেস্ট হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ অজিরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো অস্ট্রেলিয়া। এর আগে প্রথম টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারে অস্ট্রেলিয়া।

শুকবার রাতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনিংয়ে বাবর আজমের ৪৪ বলে করা ৪৫ আর হাফিজের ৩৪ বলে করা ৪০ রান পাকিস্তানকে বড় সংগ্রহের ইঙ্গিত দেয়। কিন্তু মিডল অর্ডার ভালো না করায় ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রানে শেষ পাকিস্তানের ইনিংস। অস্টেলিয়ার হয়ে নাথান কোল্টার নাইল তিনটি ও স্ট্যানলেক নেন দুই উইকেট। 

জবাবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি অজিরা। গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান কোল্টার নাইলের ৫৯ রানের জুটি সম্ভাবনা জাগালেও ৮ উইকেটে ১৩৬ রানেই শেষ হয় অজিদের ইনিংস। অসিদের হয়ে সর্বোচ্চ ৩৭ বল থেকে ৫২ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। এছাড়া কোল্টার নাইল ১৭ বলে ২৭ এবং মিশেল মার্শ ২৩ বল থেকৈ ২১ রান করেন।

পাকিস্তানের হয় শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি ২টি করে উইকেট নেন। ইমাদ ওয়াসিম ও হাফিজ ১টি করে উইকেট নেন।সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ২৮ অক্টোবর রোববার। 

Bootstrap Image Preview