Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধোনিকে বিশ্রামে পাঠিয়ে কিসের ইঙ্গিত দিলেন নির্বাচকরা ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১১:৫৪ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১২:০৫ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়া সফরের আগে ফের বিশ্রাম পাচ্ছেন বিরাট কোহলি। উইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নির্বাচকরা তাকে বিশ্রামে পাঠিয়ে দল ঘোষণা করেছে। তাঁর জায়গায় অধিনায়কত্বের ব্যাটন কাঁধে নেবেন রোহিত শর্মা। তবে শুধূ একা বিরাটই নয় টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

৪ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ভারতের। এই সিরিজে ভারত অধিনায়ক বিরাট কোহালি ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে নির্বাচকরা বলেছেন, ‘‘ওয়ান ডে সিরিজের পরে বিরাটের বিশ্রাম দরকার। ওর শরীরের ওপর যা ধকল যাচ্ছে, সে জন্য ওকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে।’’

এদিকে ধোনি সম্পর্কেও প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ‘‘ধোনিকেও বিশ্রাম দেওয়া হল। ওর ফিটনেস বা ফর্ম নিয়ে কোনও সমস্যা নেই। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা ভারতীয় দলের ক্রিকেটারদের যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করছি, এটা তারই অঙ্গ।’’

ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, দীনেশ কার্তিক, মনীশ পাণ্ডে, ঋষভ পান্থ, শ্রেয়াস আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহল, ভুবনেশ্বর কুমার, বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব ও শাহবাজ নাদিম।

এদিকে শুক্রবার রাত থেকেই ভারতের ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়ে যায়, ধোনিকে টি টোয়েন্টি দল থেকে বাদ দিয়ে কার্যত তাঁকে সতর্ক করা হল। আবার এটিই হয়তো ধোনির অান্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি হতে পারে। কারণ শুধু মাত্র ক্যারিবিয়ানদের বিপক্ষেই নয় ধোনিকে রাখা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, দীনেশ কার্তিক, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহল, ভুবনেশ্বর কুমার, বুমরাহ, খলিল আহমেদ ও উমেশ যাদব।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টির অধিনায়ক্ত পাওয়া ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে প্রত্যাবর্তন করেছেন রোহিত শর্মা। মিডল অর্ডারে তাঁকে রাখলে দলের শক্তি বাড়বে বলে মত নির্বাচকদের। ইংল্যান্ড সফরে বাদ পড়ার পর প্রত্যাবর্তন করেছেন ওপেনার মুরলি বিজয়। তবে শিখর ধাওয়ানের জায়গা হয়নি দলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট দল:বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, কেএল রাহুল, পৃথ্বী শাহ, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, পার্থিব পটেল,রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, বুমরাহ, ভুবনেশ্বর কুমার

Bootstrap Image Preview