Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুপুরে ভারত-ওয়েষ্ট ইন্ডিজ, সন্ধ্যায় শ্রীলঙ্কা-ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১১:১৯ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১১:১৯ AM

bdmorning Image Preview


প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডে টাই হওয়ায় পাঁচ ম্যাচ সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। এই লিডকে ডাবল করার লক্ষ্য নিয়ে শনিবার তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে ভারত। পক্ষান্তরে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা বজায়ে রেখে এ ম্যাচে জয়ী হয়ে সিরিজে সমতা আনতে চায় ওয়েস্ট ইন্ডিজ। পুনেতে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

টেস্ট সিরিজের দুর্দান্ত পারফরমেন্স প্রথম ওয়ানডেতে দেখানোর পর দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দলের ব্যাটিং নৈপুন্য অব্যাহত ছিলো। বিশেষভাবে কোহলির। একপ্রান্ত আগলে ১২৯ বল মোকাবেলা করে ১৫৭ রানের চোখ জুড়ানো ইনিংস খেলেন ভারত দলপতি। ফলে ৩২১ রানের বড় সংগ্রহ পায় ভারত।

তবে ভারতের এই টার্গেটকে টপকে যাবার লক্ষ্যে ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। এতে ভড়কে যায়নি ক্যারিবীয় দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান শাই হোপ ও প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান হেটমায়ার। চতুর্থ উইকেটে ১৪৩ রান যোগ করে ম্যাচের লাগাম নিজেদের আয়ত্বে নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৬৪ বলে ৯৪ রানে হেটমায়ার ফিরলেও দলের জয় নিশ্চিতের পথেই ছিলেন হোপ। কিন্তু শেষ পর্যন্ত পারেননি হোপ। শেষ বলে ৪ মেরে ম্যাচটি টাই করেন হোপ। ১০টি চার ও ৩টি ছক্কায় ১৩৪ বলে অপরাজিত ১২৩ রান করেন হোপ।

অন্যদিকে সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলংকা ও সফরকারী ইংল্যান্ড। ছোট ফরম্যাটে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে জয় পেতে মরিয়া দু’দলই। কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে টি-২০ ম্যাচটি।

ওয়ানডে সিরিজ জয় দিয়ে শ্রীলংকা সফর শুরু করেছে সফরকারী ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ইংলিশরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

টানা তিন ম্যাচ হেরে শেষটিতে জয় পায় শ্রীলঙ্কা। পুরো সিরিজে যা করতে পারেনি, শেষ ম্যাচ ম্যাচে নিজেদের উজার করে দিয়েছে শ্রীলংকা। নিরোশান ডিকবেলার ৯৫, অধিনায়ক দিনেশ চান্ডিমালের ৮০, কুশল মেন্ডিসের ৫৬ ও সাদিয়া সামারাবিক্রমার ৫৪ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬৬ রানের পাহাড় দাড় করায় শ্রীলংকা। 

জবাবে ৯ উইকেটে ১৩২ রানে তুলে বৃষ্টি আইনে ২১৯ রানে ম্যাচ হারে ইংলিশরা। টি-২০ ম্যাচের আগে শেষ ওয়ানডে জিতে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মন্তব্যই করেছেন শ্রীলংকা দলের অধিনায়ক থিসারা পেরেরা।

Bootstrap Image Preview