Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব রেকর্ড থেকে ১২ রান দূরে থেমেছেন ইমরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১২:০১ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে ইসরুল কায়েস তিন ম্যাচে দুটি সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৩৪৯ রান। যা তিন ম্যাচের সিরিজে ইমরুলের ব্যাক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। তবে এত রান সত্বেও্ অল্পের জন্য বিশ্বরেকর্ডটি হাতছাড়া হয়েছে ইমরুলের।

দ্বিপক্ষীয় কোনো ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এখন ইমরুল। তামিম ইকবালের অনুপস্থিতিতে তার আগের করা ৩১২ রানের ইনিংসটি ছাড়িয়ে গেছেন তিনি। দুই সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুুরিতে গড়া ইমরুলের ৩৪৯ রান এখন দ্বিপাক্ষীয় সিরিজে বাংলাদেশের কোনো ক্রিকেটার এখন সর্বোচ্চ সংগ্রহ।

এতটা সত্বেও বিশ্বরেকর্ডটি হাতছাড়া হয়েছে ইমরুলের।৩ ম্যাচ দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ৩৬০ রান করেছিলেন বাবর আজম। রেকর্ড নিজের করে নিতে শেষ ম্যাচে হলে ইমরুলকে ১২৭ রান করতে হতো। কিন্তু ১১৫ রানে আউট হওয়ায় মাত্র ১২ রানের জন্য রেকর্ডটি হাতছাড়া হয়েছে তারা। তাই বিশ্ব রেকর্ডের তালিকায় বাবর আজমের পরেই আছেন ইমরুল। 

ম্যাচ শেষে বিশ্ব রেকর্ড প্রসঙ্গে ইমরুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিশ্বরেকর্ডের বিষয়টি তার মাথায় ছিল না। তার ভাষ্য,‘এটা মাথায় ছিল না। জানতাম না! আসলে খেলার সময় কোনটা রেকর্ড হচ্ছে, কি হচ্ছে এটা মাথায় থাকে না। শুধু ফোকাস করি বল টু বলটা।’ 

বর্তমানে বিশ্ব রেকর্ডটির এক আর দুই নাম্বার জায়গাটি দখলে বাবর আজম আর ইমরুল কায়েসের। ৩৪২ রান নিয়ে তিন নাম্বারে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ৩৩০ রান নিয়ে চারে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। আর ৩১২ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।

Bootstrap Image Preview