Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের সিরিজ জয়ের ম্যাচে আলোচিত পাঁচ ঘটনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১১:০৫ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১১:০৫ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে দাপটে দেখিয়ে ওয়ানডে সিরিজ জয় করেছে টাইগাররা। এই সিরিজ জয়ের সাথে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৩ জয় ও হ্যাটট্রিক হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এই হ্যাটট্রিক হোয়াইটওয়াশের ম্যাচে কিছু ঘটনা তুলে ধরা হলো।

আরিফুলের অভিষেকঃ বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ১৩০ তম খেলোয়াড় হিসাবে অভিষেক হলো আরিফুল হকের। দুর্ভাগ্য আরিফুলে ব্যাটিং থেকে বঞ্চিত হয়েছেন। কারন সৌম্য ও ইমরুলের ব্যাটিংয়ে সহজ জয় পেয়ে যায় বাংলাদেশ। তবে ব্যাটিং না পেলেও বোলিং করার সুযোগ পেয়েছিলেন মাত্র ৩ ওভার বল করে দিয়েছেন ১৭ রান।

সৌম্যর  সেঞ্চুরিঃ দল থেকে বাদ পড়ে শেষ ম্যাচে দলে ফিরে দুর্দান্ত সেঞ্চুরি করলেন সৌম্য সরকার।৯২ বলে ৬ ছক্কা ও ৯ চারে ১১৭ রান করেন এই বা-হাতি ব্যাটসম্যান। এর আগে সৌম্য ১২৭ রান করেছেন।

টাইগারদের কাছে হ্যাটট্রিক হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়েঃ টানা ১৩ ম্যাচ টাইগারদের কাছে হারার পর হ্যাটট্রিক হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। এই প্রথম কোন দলকে তিন বার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।

ইমরুলের এক সিরিজে দ্বিতীয় সেঞ্চুরিঃ জিম্বাবুয়ের বিপক্ষে ৮ বছর পর তৃতীয় সেঞ্চুরি করেছিলেন । সেই সেঞ্চুরির সাদ যেতে না যেতেই তৃতীয় ম্যাচে আবারো সেঞ্চুরি করলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এটি ছিলো তাঁর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।সব মিলিয়ে এই সিরিজে ৩৫২ রান করেছেন ইমরুল আর ৮টি রান করলেই বাবরে আজমের রেকর্ড ভাঙতে পারতেন।

দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটিঃ সৌম্য ও ইমরুলের ২২০ রানের জুটি রেকর্ড জুটি। এই জুটি এর আগে কখনোই করেননি বাংলাদেশ।  

 

 

Bootstrap Image Preview