Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুষ্ঠুভাবে সম্পন্ন হলো নোবিপ্রবির 'এ' ও 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM

bdmorning Image Preview


শেষ খবর পাওয়া পর্যন্ত সম্পূর্ণ অবাধ এবং সুষ্ঠু পরিবেশে শেষ হলো নোবিপ্রবির 'এ' ও 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্র পরিদর্শনে যায়।

'এ' ইউনিটে ৩০৫ আসনের বিপরীতে ২৩৯৩২ জন প্রতিযোগী লড়েছে আর ৩০৫ সিটের বিপরীতে 'বি' ইউনিটে লড়ছে ২০৯৯৬ জন। প্রতিটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্যে সেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে।

নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে সেচ্ছাসেবকে দায়িত্বে থাকা ফলিত গণিত বিভাগের শিক্ষারর্থী স্বর্ণা ছন্দা বলেন, কোন রকমের বিশৃঙ্খলতা ছাড়া স্থানীয় প্রশাসন, সেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্র সংগঠনের কর্মীদের আন্তরিক সহযোগিতায় মনোরম পরিবেশে তার কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম চলছে।

একই কেন্দ্রে শরীফ নামের এক পরীক্ষার্থী বলেন, প্রশ্নপত্র অনুযায়ী তার পরীক্ষা ভালো হয়েছে। কোনরকম প্রশ্ন ফাঁসের গুজব তিনি শুনেননি।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্যে নোয়াখালী সাধারণ জনগন এবং স্থানীয় জনপ্রতিনিধি একরামুল করিম চৌধুরী-এমপি ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ভিসি ড. এম অহিদুজ্জামান।

Bootstrap Image Preview