Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরোবি সাংবাদিক সমিতির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি হেয়াত মামুযদ ভবনের বাংলা বিভাগের গ্যালারি রুমে কেক কাটা হয়।

মোবাইল ফোনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহ্সান কলিমউল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার ক্ষেত্রে সবচেয়ে বেশী ভূমিকা পালন করে সাংবাদিকগণ। আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ সাংবাদিকরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করে যাচ্ছে। আমি মনে করি যথাযথ সংবাদ পরিবেশনের মাধ্যমে ভবিষ্যতে বেরোবিসাস অগ্রণী ভূমিকা রাখবে।

এ ছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উত্তরোত্তর মঙ্গল ও সফলতা কামনা করেন।

বাংলা বিভাগের বিভাগীয় বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ বলেন, মানবীয় পৃথিবী বিনির্মাণে সাংবাদিকদের দায়িত্বশীলতার জায়গা থেকে কাজ করতে হবে। কারণ সাংবাদিকরাই পারে সমাজের সকল অসঙ্গতি দুর করে কল্যাণমূলক রাষ্ট্র তথা সমাজ প্রতিষ্ঠা করতে। তা ছাড়া সাংবাদিকতার সাথে ইতিহাস, দর্শন ও সাহিত্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম বলেন, সাংবাদিক হিসেবে সত্যকে ধারণ করতে না পারলে সমাজ তথা রাষ্ট্রের সামগ্রিক পরিবর্তন সম্ভব নয়। মানুষের তথ্য জানার অধিকার তখনই নিশ্চিত হবে যখন সমাজে সুশাসন প্রতিষ্ঠা হবে, জবাবদিহিতা কার্যকর করা হবে এবং স্বচ্ছতার বাস্তবায়ন করা হবে। সাংবাদিকরা যেহেতু সমাজের দর্পণ তারাই পারে এসব সমস্যার সমাধান করে একটি কল্যাণমূলক রাষ্ট্র উপহার দিতে।

দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক  ড. মোঃ নূর আলম সিদ্দিক, একাউন্টিং এন্ড ইন্ফরমেশন বিভাগের সহকারি অধ্যাপক উমর ফারুক, লোক প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক সাব্বির আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান, দৈনিক সংবাদের রংপুর ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল প্রমুখ।

শুভেচ্ছা কথন শেষে বেরোবিসাসের প্রতিষ্ঠাকালীন সভাপতি শাকিবুর রহমান শাহীন, সাবেক সভাপতি তপন কুমার  রায় ও এইচ এম নূর আলমকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে অভিনন্দন জানান উপস্থিত অতিথিবৃন্দ।

Bootstrap Image Preview