Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ভাই একটা টিকিট হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৪:৫৭ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


ভাই একটা টিকিট হবে, ভাই একটা টিকিট হবে। এ ভাবেই যাকে তাকে জিজ্ঞাসা করছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকরা। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সিরিজ নিশ্চিত তাই শুরু থেকে মাঠ অনেকটা ঠান্ডা ছিলো। কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পর স্টেডিয়ামের গ্যালারি যেন জন সমুদ্রে তলিয়ে গেল।হৈ চৈ ভরে উঠলো স্টেডিয়ামের চারি পাশা।

গত দুই এক দিন ধরে এম এ আজিজ  স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের টিকিট কাউন্টার ঘুরে দেখা গিয়েছে টিকিট দুর্ভগে ক্রিকেটপ্রেমীরা। একটার বেশি কেউ টিকিট কিনতে পারছেন না।আবার অনেকেই কাঙ্ক্ষিত সেই একটি টিকিটও পাচ্ছেন না। সেই কারনে অনেকেই আবার ক্ষোভ ও প্রকাশ করেছেন।

ক্রিকেট পাগল বাঙালি সেটা জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের মেইন গেটের সামনে না আসলে বুঝা যাবে না। ভিতরে বাংলাদেশ লড়াই করছে অন্য দিকে স্টেডিয়ামের বাহির থেকেই টাইগারদের উৎ সাহ দিয়ে যাচ্ছে এই সকল খেলা দেখা বঞ্চিত দর্শকরা।

টাইগার ক্রিকেটপ্রেমীদের খেলা দেখার সুযোগ নিয়ে পকেট বেশ গরম করছে কালোবাজারিরা। যেকোন মূল্যের টিকিট দুইগুন বা তিনগুন দাম নিচ্ছেন।কিন্তু কোন উপায় না পেয়ে অনেকেই সেই টিকিট কিনছেন।

মাঠের চারপাশ কানায় কানায় দর্শকে ভরে গিয়েছে। দর্শকদের এমন মাঠমুখী দেখে বুঝাই যাচ্ছে টাইগারদের ক্রিকেট কতটা ভালোবাসে তারা।

Bootstrap Image Preview