Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১১:৪৭ AM

bdmorning Image Preview


সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও লটারির সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা (দ্বিতীয় থেকে নবম শ্রেণি) হবে। ফলাফল দেয়া হবে ৩০ ডিসেম্বর। আর ২৩ ডিসেম্বর প্রথম  শ্রেণির লটারি অনুষ্ঠিত হবে।

গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার প্রধান মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আব্দুল মান্নান ঢাকাটাইমসকে বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম পাওয়া যাবে। ভর্তি ফরমের দাম ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, টেলিটক মোবাইলের মাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করতে হবে। ২৩ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তি লটারি হবে। সেদিন বিকালেই ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

গতবারের মতো এবারও ঢাকা মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে ‘এ’, ‘বি’ ও ‘সি’- এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ১৩টি বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর, ’বি’ ক্যাটাগরির ১২টি বিদ্যালয়ে ১৮ ডিসেম্বর এবং ‘সি’ ক্যাটাগরির ১২টি বিদ্যালয়ে ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা  নেওয়া হবে।

Bootstrap Image Preview