Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১১:৪১ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১১:৪১ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


২০২২ সালে চীনের সহযোগীতায় প্রথমবারের মত মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান।

দ্য নিউজের সংবাদে জানানো হয়, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের প্রথম চীন সফরের প্রাক্কালে এ ঘোষণা দেন পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

ফাওয়াদ চৌধুরী বলেন, পাকিস্তান আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন ও একটি চীনের কোম্পানির মধ্যে ইতিমধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে।

জি নিউজ আরো জানায়, আগামী ৩ নভেম্বর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি।

পাকিস্তানের অর্থনৈতিক খাতের উন্নতি ঘটাতে ও সামরিক নিরাপত্তার আরো জোরদার করতে পাক প্রধানমন্ত্রীর এই সফর বলে জানিয়েছে পাকিস্তানের একটি মহল।

চীনের সামরিক অস্ত্র সামগ্রী কেনার বড় ক্রেতাদের মধ্যে পাকিস্তান অন্যতম।

Bootstrap Image Preview