Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পর্দা নেমেছে ঢাবির ‘ডানমুন’ সম্মেলনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১১:৩৩ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১১:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ‘ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (ডানমুন) ২০১৮’ এর সমাপ্তি ঘটেছে।

গতকাল বুধবার ৪ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছায়া জাতিসংঘ ২০১৮ এর সমাপ্তি ঘটে। চলতি বছরের প্রতিপাদ্য ছিল ‘অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালীকরণের মাধ্যমে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি’। আর এবারের সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে আছে বিডিমর্নিং।

গতকাল বুধবার (২৪ অক্টোবর) বিকেল ৩ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছায়া জাতিসংঘ ২০১৮-এর চার দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের জাতিসংঘ শাখার মহাপরিচালক নাহিদা সোবহান।

তিনি বলেন, অন্যান্য দেশগুলোর পাশাপাশি বাংলাদেশ সক্রিয়ভাবে জাতিসংঘের কাজ পরিচালনায় সাহায্য করে যাচ্ছে। দেশান্তরের ব্যাপারে প্রথম বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য ‘গ্লোবাল লিডারশীপ মিটিং ২০১৩’ এবং ‘গ্লোবাল এক্সপার্ট মিটিং ২০১৪’ দুটি অনুষ্ঠানের নিমন্ত্রণকর্তা হিসেবে ভূমিকা পালন করেছে বাংলাদেশ। কারণ বর্তমানে ৭ ভাগের ১ ভাগ মানুষ নিজের দেশের বাহিরে থাকে। এদের নিয়ে কথা না বলা হলে জনসংখ্যার একটি বিরাট অংশ জাতিসংঘের আওতার বাহিরে থেকে যাবে। ফলে, এসডিজি ১০.৭ অভীষ্ট অর্জন করা অসম্ভব হয়ে দাঁড়াবে।

নাহিদা সোবহান আরও বলেন, বাংলাদেশ প্রতি বছর জাতিসংঘকে একটি সাংস্কৃতিক শান্তিচুক্তি ধারপত্র পাঠিয়ে থাকে। সুতরাং, এখন থেকে কয়েক বছর পর যখন বাংলাদেশের মেধাবী প্রতিনিধিরা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে তখন এরাই দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান কূটনৈতিক সমাধান করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের তথ্যকেন্দ্রের ন্যাশনাল ইনফরমেশন অফিসার মনিরুজ্জামান, ব্রিটিশ কাউন্সিলের টিচিং সেন্টার ম্যানেজার ফেয়ে নিকোলস, ঢাকা ইউনিভার্সিটির মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশনের মোহাম্মদ মামুন মিয়া, ব্র্যাকের প্রোগ্রাম হেড তানভীর আনাম এবং সেক্রেটারি জেনারেল মো রকিব উজ জামান।

বিশ্বের সকল মানুষের মধ্যে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা এবং সমঝোতা প্রতিষ্ঠায় তরুণদের আকর্ষন করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশন্স অ্যাসোসিয়েশন (ডিইউমুনা)-এর সপ্তম বার্ষিক সম্মেলন সংগঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ন্যাশনাল অ্যাসোসিয়েশন (ডিইউমুনা) ২০১২ সাল থেকে এই সম্মেলন আয়োজন করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ ২০১৮ একটি সম্মেলন যা জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যক্রমের প্রতিচ্ছবি। দেশে ও দেশের বাইরে দক্ষিণ কোরিয়া, ভারত, নেপাল ও আফগানিস্তান থেকে সর্বমোট পাঁচশত শিক্ষার্থী ডানমান ২০১৮- এ অংশগ্রহণ করবে। এ বছরের সম্মেলনটি “অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালীকরণের মাধ্যমে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি” প্রতিপাদ্যের ওপর সংগঠিত হবে যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি স্বরূপ তরুণেরা অংশগ্রহণকরবে।

ইউনাইটেড নেশনস, বাংলাদেশ ও ইস্ট এশিয়া স্টাডি সেন্টার (ইএএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয়, উক্ত সম্মেলনটির কৌশলগত সহযোগী এবং ঢাকায় জাতিসংঘের তথ্য কেন্দ্র সম্মেলনের জ্ঞান সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে।

প্রসঙ্গত, চলতি বছরেরটি নিয়ে সপ্তমবারের মতো ডানমুনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া এই সংগঠনটি।

Bootstrap Image Preview