Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানকে ‘ধ্বংসে’ সৌদি-যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানের বিরুদ্ধে তালেবানকে সমর্থন দেয়ার যে অভিযোগ যুক্তরাষ্ট্র এনেছে তাকে মিথ্যা আখ্যায়িত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সৌদি সরকারবিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা ম্লান করে দিতে এবং বিশ্বজনমতকে ভিন্নখাতে নিতে ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

মার্কিন কূটনীতিকদের তালেবানদের গোপন বৈঠক নিয়ে ওয়াশিংটন পোস্টে খবর প্রকাশের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটবার্তায় এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার চোরাবালি থেকে সৌদি আরবকে উদ্ধারের জন্য যখন মার্কিন অর্থমন্ত্রী রিয়াদ সফরে গেছেন তখন বাহরাইন ও সৌদি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে তথাকথিত সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশের এসব পদক্ষেপ থেকে বোঝা যায়, তারা তালেবান ইস্যুতে ইরানবিরোধী ব্যাপক অপপ্রচারের মাধ্যমে ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক হত্যার কেলেঙ্কারি থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছে।

Bootstrap Image Preview